|| নারীর নারী-ই থাকা উচিত ||
জড় বিজ্ঞানের সেরা পারদর্শী ইউরোপের শীর্ষ স্থানীয় সাহিত্যিক সোল সায়মন 'Review of Reviews' পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে ফ্রান্সের বিখ্যাত লেখক ক্রুশিয়ার পুস্তক সমালোচনা প্রসঙ্গে লিখেছেন,
"নারীর নারী-ই থাকা উচিত । হ্যাঁ --- অবশ্য-ই নারীকে নারী-ই থাকতে হবে । তাতেই তাদের কল্যাণ এবং এই এক মাত্র বৈশিষ্ট্য-ই তাদের কল্যাণকর লক্ষ্যে পৌঁছাতে পারে । প্রকৃতির এটাই বিধান এবং এভাবেই প্রকৃতি তাদের পথের নির্দেশ দিয়েছে । তাই তারা যতখানি প্রকৃতির সাথে নিজেদের খাপ খাইয়ে চলবে ততখানি তাদের সাফল্য ও মর্যাদা সুস্পষ্ট ভাবে বেড়ে চলবে । আর যতই তারা প্রকৃতির ব্যবস্থা থেকে দূরে সরে থাকবে ততই তাদের বিপদ বেড়ে যাবে ।
উৎস গ্রন্থ -----> ইসলামের দৃষ্টিতে নারী / মূল আরবী- ফরিদ বেজদী আফেন্দী ( মিশর ) , উর্দু অনুবাদ - মাওলানা আবুল কালাম আজাদ ( ভারত ), বাংলা অনুবাদ -আখতার ফারূক , পৃষ্টা - ৫১
No comments:
Post a Comment