Voice Typing

 Voice Typing ....

A) Bangla Voice Typing in Office MS word With out Keyboard full bangla tutorial

https://www.youtube.com/watch?v=Cptcw7fcrZs

=====XXX=====


Voice Typing 09 Aug, 2021

001) কোন সমাজে সুদের প্রচলন হলে সেখানে পাগলের সংখ্যা বেড়ে যায়,  ব্যভিচারের প্রচলন হলে মৃত্যুর হার বেড়ে যায় এবং মাপে কম দেওয়ার প্রথা চালু হলে আল্লাহতাআলা সেখানে বৃষ্টি বন্ধ করে দেন  ।

--- বায়হাকী ও ইবনে মাজা  

002)

ইমাম মালিক রাহঃ -এর বাণীঃ

আল্লাহর শপথ আমার যদি কোন মাসআলা বা হাদীসের রেওয়াতের  ব্যাপারে কোন সন্দেহ উপস্থিত হয় আর তা নিরসনের জন্য যদি আমি আমার অন্তরকে এমনি নিমগ্ন করে ফেলি যে দিনেও শান্তি পাইনা,  রাত্রিতেও শয্যায় শুয়ে আরাম বোধ করি না এবং সারা রাত্রি দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই কাটিয়ে দেই। অতঃপর প্রত্যুষে কোন আলেমের কাছে গিয়ে এর সমাধান লাভ করে স্বস্তি লাভ করি। তবে সেটা আমার নিকট একশতটি হজ্জের চাইতেও উত্তম। 

--- ইমাম মালিক রাহঃ  

Voice Typing 11 Aug, 2021

003) 

#HadeesBD

সালাম আল্লাহতালা অন্যতম নাম যা তিনি পৃথিবীতে অবতীর্ণ করেছেন। সালাম সহকারে যে নিজের ঘরে প্রবেশ করল সে আল্লাহর দায়িত্বে ।

----আল হাদিস

004)

আমি গোপনে অত্যাচারীর অনুসন্ধানে আছি যেন তার নিকট হতে পুণ্য নিয়ে অত্যাচারিত ব্যক্তিকে প্রদান করতে পারি । --- হাদিসে কুদসি 

Voice Typing 12 Aug, 2021

005) শ্রেষ্ঠ ইবাদত হারাম থেকে বেঁচে থাকা ।
--- উম্মুল মুমিনীন আয়েশা রাঃ

006) আমার উম্মতের 70 হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের অন্যতম গুণ এই যে তারা আল্লাহর উপর ভরসা করে । ---- আল হাদিস

007) আমি যার দিকে দৃষ্টি রাখি, আমি সংসারকে তার নিকট হতে দূরে রাখি। --- হাদিসে কুদসি

008) শত্রু-মিত্রের পারস্পরিক বিরুদ্ধাচরণ আল্লাহর পক্ষ হতে আসে । কেননা উভয়ের অন্তরের পরিবর্তন তাঁরই হাতে সাধিত হয়।

009) আল্লাহ ব্যতীত যে অন্যকে ভালবাসে তার নামায নানাবিধ চিন্তা হতে মুক্ত থাকে না ।

010) আত্মার স্বাভাবিক খাদ্য আল্লাহর তত্ত্ব জ্ঞান ও আল্লাহর ভালোবাসা ।

011) এই উম্মতের প্রথম স্তরের মুক্তি পূর্ণ ঈমান ও সংসার নির্লিপ্ততার কারণে হবে এবং সর্বশেষ স্তরের লোক ধ্বংসপ্রাপ্ত হবে কার্পণ্যতা ও দীর্ঘ আশার কারণে। --- আল হাদিস

012) ভ্রান্ত ধারণা এই উম্মতের শেষে্র জনগণের হৃদয়ে প্রবল হবে ।
--- আল হাদিস

013) যখন কোন ব্যক্তি এলেম শিক্ষা করে তদনুযায়ী আমল করে না, পরস্পরকে রসনা দ্বারা ভালোবাসে কিন্তু মনে হিংসা বিদ্বেষ পোষণ করে, আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে , তখন আল্লাহ তা'আলা তাদের উপর লানত পাঠান, তাহাদিগকে মূক ও বধির করেন এবং তাহাদের চক্ষু অন্ধ করেন। --- আল হাদিস


No comments:

Post a Comment