Thursday, December 25, 2014

ছলনাময়ী নারী

নারীর গোপন কথা 

(শিক্ষণীয় ঘটনা)

ছলনাময়ী নারী
গ্রামের এক যুবতী রমনী একটু দূরের এক কূয়া থেকে পানি তুলছিল। পাশ দিয়ে এক দরবেশ হেঁটে যাচ্ছিল। যুবতীকে দেখে তার মনে হল , এই নারী জাতির মাঝে এমন কি শক্তি, কৌশল ও ছলনা রয়েছে, যা দ্বারা তারা বাদশাকে ফকির, বীরকে ভীরু, আলেমকে জাহেল, পাথরকে "মোম", বৃদ্ধকে "যুবক" বানিয়ে ইচ্ছে মত খেলাতে পারে।
তখন দরবেশ এসে তার মনের কথা গুলো ঐ যুবতীকে বললো। দরবেশের কথা শুনে যুবতী তার শাড়ীর অর্ধেক খুলে ফেললো। চুলগুলো এলোমেলো করে, আমাকে বাঁচাও
বাঁচাও বলে চিত্কার জুড়ে দিল।

Wednesday, July 2, 2014

আযরাঈল

এইমাত্র একটি অসাধারণ
ঘটনা পড়লাম!
শরীরের
লোমগুলো দাঁড়িয়ে গেছে!!

Wednesday, June 4, 2014

মেয়েদের যে বিশেষ গুণগুলো পুরুষদের কাছে আকর্ষণীয়!


অনেক মেয়েই অনেক সময় ভেবে থাকবেন, ছেলেরা মেয়েদের মধ্যে কী পছন্দ করে আসলে? কী এমন আকর্ষণের টানে ছেলেরা পছন্দের মেয়েটির কাছে চলে যান। সৃষ্টির শুরু থেকেই এই বিপরীত লিঙ্গের মানুষজন একে অপরকে আকর্ষণ করেন। নারী-পুরুষ উভয়ের মাঝেই কিছু কিছু গুণ রয়েছে যা এই আকর্ষণটাকে অনেক মজবুত করে তোলে।
পুরুষদের মধ্যে যারা সাধারণ এবং সরল চিন্তা করে থাকেন তারা সাধারণত কিছু বিশেষ গুণ খুঁজে থাকেন নারীদের মাঝে। সকলে বলবেন পুরুষেরা কেবল চেহারা দেখে। কিন্তু সত্যি বলতে কি, চেহারার চাইতে ব্যক্তিত্ব, সাদাসিধে চলনবলন এমন অনেক কিছু আছে যেগুলো বেশি আকর্ষণীয়। অন্য কিছু নয়, বরং এই গুণগুলোই হয়ে উঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। চলুন তবে দেখে নেয়া যাক মেয়েদের সেই কটি বিশেষ গুণ যা ছেলেদের কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়। মেয়েদের যে বিশেষ গুণগুলো পুরুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয়!


ব্যক্তিত্ব:

Friday, May 30, 2014

গুনাহর কারনে পার্থিব ক্ষতি

গুনাহের কারনে আখেরাতের আযাব ছাড়াও
দুনিয়াতে অনেক ক্ষতির সম্মুখিন হতে হয়।