Friday, May 30, 2014

গুনাহর কারনে পার্থিব ক্ষতি

গুনাহের কারনে আখেরাতের আযাব ছাড়াও
দুনিয়াতে অনেক ক্ষতির সম্মুখিন হতে হয়।


১/ ইলম বা জ্ঞ্যান থেকে বঞ্চিত হয়।
২/ রিজিক কমে যায়।
৩/ ইবাদতে মন বসেনা।
৪/ ভাল মানুষের সংসর্গ ভাল লাগেনা।
৫/ কাজে বিভিন্ন বাধা আসে।
৬/ অন্তর পরিস্কার থাকেনা, ময়লা পড়ে যায়।
৭/ সাহস কমে যায়।
৮/ মন দুর্বল হয়ে যায়।
৯/ মন দুর্বল হওয়ার কারনে শরিরও দুর্বল হয়ে যায়।
১০/ মনে খুশি থাকেনা।
১১/ এবাদতে মন বসেনা।
১২/ নেক কাজ করার সুযোগ হয়না।
১৩/ আয়ু কমে যায়।
১৪/ তৌবা করার সুযোগ হয়না।
১৫/ গুনাহ করতে করতে গুনাহকে আর খারাপ বলে মনে হয়না।
১৬/একজনের গুনার কারনে অন্য জন কষ্ট পাই এমনকি জীব জন্তুরও কষ্ট হয় ফলে তাদের বদ দোয়ায় [লানতে] পড়িতে হয়।
১৭/ আল্লাহ তালার নিকট অপমানিত ও লাঞ্চির হতে হয়।
১৮/ জ্ঞ্যান বুদ্ধি ক্রমশ লোপ পাইতে থাকে।
১৯/ রাসুলুল্লাহ [সঃ] এর তরফ হতে তাহার প্রতি লানত হয়।
২০/ ফিরিস্তা গনের দোয়া থেকে বঞ্চিত হয়।
২১/ দেশে ফসলের উতপন্ন কম হয়।
২২/ লজ্জা শরম কমিয়া যায়।
২৩/ আল্লাহ তালার বড়ত্ত্ব তাহার অন্তর থেকে দূর হইয়া যায়।
২৪/ আল্লাহ তালার নেয়ামত ক্রমশ হ্রাস পাইতে থাকে।
২৫/ নানা রুপ বালা মুছিবতে জড়াইয়া পড়ে।
২৬/ শয়তান তাহার উপর প্রভাব বিস্তার করিয়া বসে।
২৭/ দিল পেরেশান থাকে।
২৮/ মৃত্যু কালে মুখ দিয়ে কলেমা বাহির হয়না।
২৯/ আল্লাহর রহমত হইতে নিরাশ হইয়া যায়।
৩০/ পরিশেষে তৌবা ছাড়া মারা যায়
একটি উপদেশ।
যে গুনাহ গুলো আমরা আজ ছাড়তে চাচ্ছিনা বরং আগামী কাল ছাড়বো ভাবছি তা আগামী কাল ছাড়তে আরো বেশি কঠিন হবে। কারন যে গাছটা এখনো বেশি শিকড় ও ডাল পালা গজায়নি তা উপড়ে ফেলা যত সহজ, বড় হলে গাছটা উপড়ে ফেলা তত সহজ না। তাই চলুন আজই গুনাহ ত্যাগ করি।
আল্লাহ তালা আমাদেরকে সকল গুনাহ থেকে বেচে থাকার তৌফিক দান করুন। আমীন।
---------------------------------------------------------------------------------------------- Online Collection

No comments:

Post a Comment