এইমাত্র একটি অসাধারণ
ঘটনা পড়লাম!
শরীরের
লোমগুলো দাঁড়িয়ে গেছে!!
আমার
পড়া শ্রেষ্ঠ ঘটনা… একটি যাত্রীভরা বাস চলতেছিল।
হঠাত
ড্রাইভার বাসটিকে থামালেন।
সমস্যা কি জানতে চাইল যাত্রীরা।
সে উত্তর দিল, “এই যে বৃদ্ধ
লোকটি বাসে উঠার জন্য হাত নাড়াচ্ছেন,
তার জন্য আমি বাস থামাচ্ছি।
” যাত্রীরা বিষ্মিত হয়ে বলল,
“আমরা তো কাউকে দেখছি না।”
সে বলল, “ঐ যে ওখানে তার
দিকে তাকান।” আবারও যাত্রীরা বলল,
“কাউকে দেখা যাচ্ছে না।” এবার
ড্রাইবার বলল, “এখন দেখুন
লোকটি বাসে উঠছে!!”
যাত্রীরা বিষ্ময়ে কিংকর্তব্যবিমূঢ়
হয়ে চিৎকার করে বলছে, “আল্লাহর কসম!
আমরা কাউকে দেখছি না।
” তারপর এক মুহুর্তের মধ্যেই ড্রাইভার
তার
আসনেই মারা গেল। হতে পারে এই
বৃদ্ধ লোকটিই ছিলেন আযরাঈল (আ)!
ঘটনাটি বর্ণনা করেছেন
মিসরের প্রখ্যাত আলেম লেখক
আলী তানতাভী
[তথ্যসুত্র : লা তাহযান, লেখক : ড.
আয়িদ আল ক্বারণী ৫২৬ পৃষ্ঠা] ===>> LINK
ঘটনা পড়লাম!
শরীরের
লোমগুলো দাঁড়িয়ে গেছে!!
আমার
পড়া শ্রেষ্ঠ ঘটনা… একটি যাত্রীভরা বাস চলতেছিল।
হঠাত
ড্রাইভার বাসটিকে থামালেন।
সমস্যা কি জানতে চাইল যাত্রীরা।
সে উত্তর দিল, “এই যে বৃদ্ধ
লোকটি বাসে উঠার জন্য হাত নাড়াচ্ছেন,
তার জন্য আমি বাস থামাচ্ছি।
” যাত্রীরা বিষ্মিত হয়ে বলল,
“আমরা তো কাউকে দেখছি না।”
সে বলল, “ঐ যে ওখানে তার
দিকে তাকান।” আবারও যাত্রীরা বলল,
“কাউকে দেখা যাচ্ছে না।” এবার
ড্রাইবার বলল, “এখন দেখুন
লোকটি বাসে উঠছে!!”
যাত্রীরা বিষ্ময়ে কিংকর্তব্যবিমূঢ়
হয়ে চিৎকার করে বলছে, “আল্লাহর কসম!
আমরা কাউকে দেখছি না।
” তারপর এক মুহুর্তের মধ্যেই ড্রাইভার
তার
আসনেই মারা গেল। হতে পারে এই
বৃদ্ধ লোকটিই ছিলেন আযরাঈল (আ)!
ঘটনাটি বর্ণনা করেছেন
মিসরের প্রখ্যাত আলেম লেখক
আলী তানতাভী
[তথ্যসুত্র : লা তাহযান, লেখক : ড.
আয়িদ আল ক্বারণী ৫২৬ পৃষ্ঠা] ===>> LINK
No comments:
Post a Comment