Saturday, September 26, 2020

Kabir Sir: Blog: 2020 September 26 Onward

Kabir Sir: Blog: 2020 September 26 Onward ... 

 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭, ০৮ সফর ১৪৪২ হিজরী 


Positive Money: Positive Money is a not-for-profit advocacy group based in London and Brussels.[2][3][4] Positive Money's mission relates to the operation of national monetary systems.[5]

Normative economics is a perspective on economics that reflects normative, or ideologically prescriptive judgments toward economic development, investment projects, statements, and scenarios.

Positive economics uses objective analysis in the study of economics. Most economists look at what has happened and what is currently happening in a given economy to form their basis of predictions for the future. This process of investigation is positive economics. Conversely, a normative economic study will base future predictions on value judgments.

27/09/2020 

কাকতালীয় ... 

শেষ রাতে  বিছানা থেকে উঠে  আরবী ভাষা ও সাহিত্যের কিতাব গুলো ঘাটা ঘাটি করছিলাম , উদ্দেশ্য , হেদায়েতুন্নাহু'র উপর যে কিতাবটি প্রায় তিন দশক আগে পাঠ করতাম সেটি খুঁজে বাহির করে রিভিশন দেওয়া। করোনা কালের Mega Vacation কে কাজে লাগানো + করোনা  মহামারিতে কখন বিদায় নিতে হয় এই আশংকায়  জীবনের পাঠ সমূহ Revision দেওয়ার তাগাদা ইদানিং জোরদার হয়েছে। ... অবশেষে শেষ রাতের শেষ মুহূর্তে চোখ বুজলাম ,  যেন ফজর নামাজে  ক্লান্তি - শ্রান্তি না থাকে। ... সেই মুহূর্তে মনের মাঝে তীব্র ক্ষোভ অনুরণিত হতে লাগল ... 

ধর্ষক খুনিদের উপর আল্লাহর লানত ...  যতদিন তারা ধরা পৃষ্ঠে থাকবে, 
ধর্ষক খুনিদের উপর আল্লাহর লানত ...  যখন তারা মারা যাবে, 
ধর্ষক খুনিদের উপর আল্লাহর লানত ...  যখন তারা কবরে যাবে, 
ধর্ষক খুনিদের উপর আল্লাহর লানত ... যখন তারা কবর থেকে উঠবে ... । 

এমন সময় এলাকার ট্রান্সফরমার বাস্ট হল আর কারেন্ট চলে গেল ...। 

29/09/2020 

Dar-e-Nizami is a course designed by Mullah Nizamuddin Sialvi.

It contains the following subjects:
1) Sarf(Morphology)
2)Nahv(Syntax)
3)Mantiq(Logic)
4)Fiqh (Jurisprudence)
5)Usool-e-Fiqh (Rules of Jurisprudence)
6)Hadith
7)Usool-e-Hadith (Rules Of Hadees)
8)Quran
9)Usool-e-Quran (Rules Of Quran)
10)Falsafa(Philosopy)
11)Balaghat(Eloquence)
12)Aqaid(Creed)

 SIGNS OF THE TIMES 27-9-2020 /INH

ইবনে মাসূদ (রাঃ) বলেন, "আমি একদিন নাবী (সাঃ)- কে বললাম" শেষ সময় চেনার কোনও জ্ঞান আছে কি? তিনি (সাঃ) বললেন "হ্যা ইবনে মাসূদ!" এসম্পর্কিত বহু নিদর্শন রয়েছে তাদের মধ্যে একটি হল ১. বাচ্চারা ভীষণ বদমেজাজি হবে ২. বৃষ্টি হবে আম্লিক, অল্মবৃষ্টি ৩. তুমি দেখবে, খারাপ লোকেরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে! ৪. লোকেরা বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবে এবং বিশ্বস্ত ব্যক্তিদের বিশ্বাসঘাতক মনে করবে। ৫. সত্যবাদীদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে এবং মিথ্যাবাদীদের বলা হবে সত্যবাদী। ৬. থালাসমুহ ক্রমাগত যোগাযোগ করতে থাকবে যা স্যাটেলাইট যোগাযোগ বোঝাতে ব্যাবহার করা হয়। এবং মানুষেরা তখন পারিবারিক বন্ধন ছিন্ন করবে । ৭. ও ইবনে মাসূদ, তুমি আরো দেখবে মুনাফিকরা শাসন করবে এবং ৮. সর্বাপেক্ষা মন্দ লোকেরা বাজার নিয়ন্ত্রন করছে ৯. মসজিদসমুহ অলংকৃত করা হবে, কিন্তু হৃদয়সমূহ হবে কুৎসিত! ১০. বিশ্বাসীদের কুৎসিত ছাগলের চেয়েও বেশি অপদস্থ করা হবে! যেন তাঁরা কিছুই না! ১১. তুমি দেখবে পুরুষ ও স্ত্রী সমকামীতা প্রসার হবে ১২. এবং অল্পবয়স্ক লোকেরা প্রচুর সম্পদশালী হবে ১৩. নারীদের নীতিভ্রষ্ট করতে আন্দোলন করা হবে ১৪. তুমি দেখবে সভ্যতার ধ্বংস এবং পৃথিবীতে ধ্বংসাত্মক সভ্যতা ১৫. তখন বাদ্যযন্ত্র ব্যপক ভাবে ছড়িয়ে পরবে। ১৬. বাদ্যযন্ত্রগুলো তাদের মাথায় চড়ানো থাকবে ১৭. আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক দেখতে পাবে ১৮. এবং লোকেরা ঠাট্টা-তামাশা ও বিদ্রুপ করবে ১৯. তোমরা দেখবে বহু শিশু বিবাহ বন্ধন ছাড়াই জন্ম নিবে ২০. সেসময় ফিতনাগুলো মাদুরের আকৃতিতে প্রদর্শিত করা হবে এর দুটি সীমারেখা থাকবে (টেলিভিশন সেটএর কথা বলছে) ২১. ফিতনাগুলো তাদের সামনে মাদুর আকৃতিতে দেখানো হবে ২২. জাহান্নামে দুই ধরনের লোক আছে যাদের আমি এখনও দেখিনি। তুমি গরুর লেজের মত চাবুক হাতে কিছু লোকদের দেখবে তাঁরা এর দ্বারা অন্যদের প্রহার করবে। সে সময় নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, তাঁরা কোমর দুলিয়ে হাঁটবে এবং অন্যদেরকে তাদের দিকে আকর্ষণ করবে ২৩. ঐ মেয়েদের চুল হবে "বখতের" লোমশ উটের মত। এই লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না। ২৪. আমার উম্মাহর কিছু অংশ মদপান করবে এবং মদকে অন্য নামে ডাকবে। ( আল মুয়াযযাম আল কিবার আত-তাবারানি হাদিস নং ১০৪১০ ) .... Link 
30 Sep-2020 
 

30 Sep-2020  

My Dream: আজ দিবা স্বপ্ন দেখলাম আমি যেন নিম্ন মাধ্যমিক ক্লাসে পড়ছি। টিফিন পিরিয়ডে ক্লাসে ফিরতে দেরি হচ্ছিল।(টিফিন পিরিয়ডে স্কুলের পাশে মসজিদে জোহরের নামাজ পড়তাম। )  হাতে দুটি বই নিয়ে তাড়াতাড়ি ক্লাসে ফিরে দেখি টিচার পড়াতে পড়াতে টেবিলে মাথা রেখে  আধা ঘুম । আমি সালাম দিয়ে প্রবেশ করলাম। (বাস্তবে   এমনটি হলে  বলতাম May I come in, sir?) এজাজ (class mate) সহ অনেকে বলে উঠল , আমার দেরি হয়েছে,  টয়লেটে যাওয়ার কারনে বোধ হয়। আমি বললাম , আরে না। ( জোহরের নামাজের পর, বাংলাবাজারে) এই বইটা পেলাম ... (ইংলিশে লেখা Monetary Reformation) , এ ব্যাপারে আমার আগ্রহ আছে। ভবিষ্যতে অর্থনীতিতে MA , এমনকি Ph D ও করতে পারি ।[ পুরোনা বইটা  পরিষ্কার কোরে/ ধুলো বালি ঝেড়ে আনতে আনতে দেরি হয়ে গেল।বাংলাবাজার থেকে বই কেনার অভ্যাস ছিল আগে থেকে-ই।   ... স্বপ্নে আরো কিছু দেখলাম এখানে আর বললাম না। ] 

01.10.2020

তখন পাকিস্তান টাইমসের প্রখ্যাত সাংবাদিক ছিলেন জেডএ সুলেরি (জিয়াউদ্দিন আহমেদ সুলেরি)।

তিনি এমন মাপের সাংবাদিক ছিলেন যে, তার কলম দিয়ে যে লেখা বের হতো সেটি হতো রাষ্ট্রের নীতি।


Casio Makes Scientific Calculator Web Service and Learning Tools Free of Charge to Support Math Study during School Closures .... 

Free Online Scientific Notation Calculator. 

To live stream, you need to have no live streaming restrictions in the past 90 days and you need to verify your channel. 
Enabling your first live stream may take up to 24 hours. Once enabled, you can live stream instantly. 

There are three types of streams: mobile, webcam, and encoder. Choose the one that's best for what you're streaming.
If your live stream is restricted, you may also get a strike on your account, which will prevent you from live streaming for up to 3 months. If your account has been restricted from live streaming, you’re prohibited from using another channel to live stream on YouTube. This applies for as long as the restriction remains active on your account. Violation of this restriction is considered circumvention under our Terms of Service and may result in termination of your account. 
.....
Please note: If you are using Live Control Room for the first time, you will need to update your stream key in your encoders to the one shown in Live Control Room. This is a one time update and you will not have to do this again.

YT: How to Use Live Control Room for Live Streaming on YouTube
YT: How to Stream Live TV/Webcam/Computer Screen on YouTube Channel 


02.10.2020
Create a MEGA account to get 50 GB FREE* storage 

04.10.2020 

O Level Economics ...
Market economic systems
Market failure, 
Macroeconomic aims 


[Integrated Hifzul Quran with English Medium] 
Special Activities
Arabic Spoken Class
Weekly Presentation Day
Day outing and cultural Programs
Attending National and International Competitions
Participating Educational and Cultural Television Programs 
House 01, Road 14, Sector 12, Uttara, Dhaka
01955-588835, 01401-101404, 01752-320661
Email : tuits.bd@gmail.com,  Our Facebook
www.tuitsbd.com  

A schematic diagram is a picture that represents the components of a process, device, or other object using abstract, often standardized symbols and lines. Although schematic diagrams are commonly associated with electrical circuits, many examples can be found in other industries. 
............................... 
Time loop .... A time loop is a phenomenon when some periods of time are repeated and re-experiences by somebody. The person trapped in a time loop is trying to break out this cycle. So…More simple are some events that happen, again and again, many times. They can be forever, infinite or the cycle can be broken. A time loop can be started at a certain moment, event, and somebody’s death.We see it in many sci-fi movies also and we love it 

কোভিড-১৯-এর ধাক্কা নব্য উদরনীতিবাদী অর্থনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে বলে মনে করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব। .... 
বইয়ে তিনি লিখেছেন, নব্য উদারনীতিবাদের সবচেয়ে বড় সমর্থক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন এবং তারাই কোভিড-১৯-এ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। ...
১৯৯৪ সালে ডেভিড মিলিব্যান্ড সম্পাদিত রি-ইনভেন্টিং দ্য লেফট বইতে গর্ডন ব্রাউন ‘দ্য পলিটিকস অব পটেনশিয়াল’ শীর্ষক একটি প্রবন্ধ লেখেন। সেখানে তিনি সবার জন্য ‘সমান সুযোগের’ প্রশ্নটি অর্থনৈতিক যুক্তিতেই চালু রাখা প্রয়োজন, এমন মত দেন: ‘যেসব অর্থনীতি তার নাগরিকদের অন্তর্নিহিত সেরা গুণাবলি বের করে আনতে পারে না, সেসব অর্থনীতি অচিরেই মুখ থুবড়ে পড়ে।’ কিন্তু সবাই সমান সুযোগ পেলে তাতে বৈষম্য এ রকম মাথাচাড়া দিতে পারে না। .... ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে বোঝা যায়, গণতন্ত্র কোথায় যাচ্ছে। গণতান্ত্রিক রীতিনীতির প্রতি তাঁর ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই। আর অর্থনৈতিক নীতিতে তিনি নব্য উদারনীতিবাদের পাঁড় সমর্থক।  ... 
The Fourth Industrial Revolution Hardcover – Illustrated, January 3, 2017
by Klaus Schwab (Author)  ===>> 
Artificial intelligence is already all around us, from supercomputers, drones and virtual assistants to 3D printing, DNA sequencing, smart thermostats, wear­able sensors and microchips smaller than a grain of sand. But this is just the beginning: nanomaterials 200 times stronger than steel and a million times thinner than a strand of hair and the first transplant of a 3D printed liver are already in development. Imagine “smart factories” in which global systems of manu­facturing are coordinated virtually, or implantable mobile phones made of biosynthetic materials. 
The fourth industrial revolution, says Schwab, is more significant, and its ramifications more profound, than in any prior period of human history.


The First Industrial Revolution used water and steam power to mechanize production. The Second used electric power to create mass production. The Third used electronics and information technology to automate production. Now a Fourth Industrial Revolution is building on the Third, the digital revolution that has been occurring since the middle of the last century. It is characterized by a fusion of technologies that is blurring the lines between the physical, digital, and biological spheres.

Wiki: Neoliberalism
English-speakers have used the term neoliberalism since the start of the 20th century with different meanings,[17] but it became more prevalent in its current meaning in the 1970s and 1980s, used by scholars in a wide variety of social sciences[18][19] as well as by critics. 

বেন বাগডিকিয়ান তার “মিডিয়া মনোপলি” বইতে বর্তমান বিশ্বের গণমাধ্যমের স্বরূপ উন্মোচন করেছেন। তিনি তার বইতে দেখিয়েছেন ১৯৮৩ সালে বিশ্বের অর্ধেকের বেশি গণমাধ্যমের মালিকানা ছিল ৫০ টি প্রতিষ্ঠানের হাতে। ১৯৮৬ সালে যা কমে ২৯ টি প্রতিষ্ঠানের হাতে চলে যায়। ১৯৯৩ সালে বিশ্বের অর্ধেকের বেশি মিডিয়ার মালিকানা ২০ টি প্রতিষ্ঠানের হাতে চলে যায়।
বর্তমানের পরিস্থিতি আরও ভয়াবহ। এখন বিশ্বের প্রধান গণমাধ্যমগুলোর অর্ধেকের বেশি মালিকানা মাত্র ৫ টি কোম্পানির হাতে। এগুলো হলঃ এওএল-টাইম ওয়ানার, ডিজনি, নিউজ কর্প, ভায়াকম, বাটেলসম্যান।

বড় বড় মিডিয়া কোম্পানি গুলো নিজেদের জায়গা আরও শক্তিশালী করার জন্য নিজেরা একীভূত হয়ে আরও বড় কোম্পানিতে পরিণত হয়। ২০০০ সালে আমেরিকান অনলাইন (এওএল) ও টাইম ওয়ানার মিলে গিয়ে ‘এওএল-টাইম ওয়ানার’ প্রতিষ্ঠা করে।


এটা বিশ্বের ইতিহাসের সবচেয় বড় মিডিয়া একীভবনের ঘটনা।

গুগল ২০১০ সাল থেকে প্রতি সপ্তাহে গড়ে একটি করে কম্পানিকে কিনে নিচ্ছে। গুগল ২০০৬ সালে ১.৬৫ বিলিয়ন ডলার দিয়ে ইউটিউবকে কিনে নেয়। এটা অধিগ্রহনের খুব বড় একটি উদাহরণ। 

Austerity is a set of political-economic policies that aim to reduce government budget deficits through spending cuts, tax increases, or a combination of both.



 ব্যালান্স অব পেমেন্ট ব্যবস্থা মসৃণ করতে এবং যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠনে তারা ব্রেটন উডস ইনস্টিটিউশন গড়ে তোলেন (যেটা পরবর্তীকালে বিশ্বব্যাংক, আইএমএফ ও ডব্লিউটিওতে পরিণত হয়)। 
ভিয়েতনাম যুদ্ধের খরচের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যালান্স অব পেমেন্ট ঘাটতিতে পড়ে যায়। এটা এমন পর্যায়ে চলে যায় যে উদ্বিগ্ন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ডলার তুলে নিতে শুরু করেন। এতে মূল্যস্ফীতি অনেকাংশেই বৃদ্ধি পায়। 
 রিগ্যান ১৯৮১ সালে ক্ষমতায় এলে ভোকারকে পুনর্নিয়োগ দিয়ে সুদের হার এক অঙ্কের ঘর থেকে বাড়িয়ে প্রায় ২০ শতাংশে তুলে আনেন। এতে ব্যাপক মন্দা সৃষ্টি হয়। 
রিগ্যান যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ করের হার ৭০ থেকে কমিয়ে ২৮ শতাংশে নামিয়ে আনেন, আর ক্যাপিটাল গেইন করের হার কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনেন, যেটা ছিল মহামন্দা-উত্তর যুগের সর্বনিম্ন।  তিনি শ্রমিকদের মজুরির ওপরও কর আরোপ করেন। 
 ২০০৮ সালের আর্থিক সংকট সৃষ্টি হয়, যে সময় ব্যাংকগুলো বন্ধকি সম্পত্তি পুনর্দখল করলে লাখ লাখ মানুষ বাড়িঘর হারায়

Flag Counter

No comments:

Post a Comment