Monday, May 18, 2020

Kabir Sir: Blog: 2019

Kabir Sir: Blog: 2019



11/04/2019
#Taqdir .... 
তোমার রব যে জিনিসকে তোমার নিকটবর্তী করে দেন / তোমার করতলগত করে দেন তার মাঝে আল্লাহর হিকমত কি আছে তা ভেবে দেখ। আর যে জিনিসকে তোমার থেকে দূরে সরিয়ে দেন / তোমাকে বঞ্চিত করেন তার জন্য সবর কর। 

19/04/2019 
Al Hadees: যে ব্যক্তি কোন মুসলমানকে হত্যার জন্য একটি বাক্য দ্বারা-ও সাহায্য করে, তাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত করা হবে এবং তার কপালে লিখিত থাকবে  --- "এ ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত ও নিরাশ।" --- আল-হাদীস (My Diary-2009)

20/04/2019 SAT
A dream .... (এই দিন ফজর ওয়াক্তে এই স্বপ্ন দেখলাম) ... 
অবাক করা ব্যাপার, স্বপ্নে দেখলাম গ্রহ-তারা-নক্ষত্র একে অপরের সাথে ভাব বিনিময় করছে। স্বপ্নে দেখলাম, জনৈক পরিচিত জন, গ্রহ-তারা-নক্ষত্র ---এদের ভাবের আদান প্রদান ব্যাখ্যা দিচ্ছেন আমার কাছে।  গ্রহ-তারা-নক্ষত্র নিজেদের মধ্যে ... 'ভাগ-বন্টন' করছে। ...  
Diary: এই দিন দিবাগত রাতে বাংলাদেশে কোন কোন পক্ষ শবে বরাত পালন করেছে। সরকারী ভাবে ২১ তারিখ, রোজ রবিবার দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়।

21/04/2019 SUN
Diary: সরকার ঘোষিত শবে বরাতের পূর্ব-রাত্রি । ফাতহুর রাব্বানী কিতাব থেকে পাঠ করছিলাম ... 
যাহার ইলম বাড়ে তাহার ব্যাথাও যেন বাড়ে। - তাওরাত
(ফাতহুর রাব্বানী- শেখ আঃ কাঃ জিলানী রাহঃ ৩/১৩)

22/04/2019 MON
0235 AM: #ShabeBaratBD ... 
শবে বরাত লিখে সার্চ দিয়ে যা পেলাম .......। তার মানে একদিন আগে-ই ভাগ্য রজনী বিদায় নিয়েছে? 


31/05/2019 FRI ১৭ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৫ রমজান ১৪৪০ হিজরী
1) যে ব্যক্তি সংসারের প্রতি যত আসক্ত এবং তন্মধ্যে যত দীর্ঘ আশা পোষণ করে, মহান আল্লাহ তার হৃদয়কে তত পরিমাণ অন্ধ করে দেন। আর যে ব্যক্তি সংসার ত্যাগ করে এবং আশা ভরসাকে সংক্ষেপ করে নেয়, আল্লাহ তাকে শিক্ষা (শিক্ষক?) ব্যতীত জ্ঞান দান করেন এবং হেদায়েত (হাদী?) ব্যতীত পথ প্রদর্শন করেন।
--- আল-হাদীস
My Diary:2008 AD

04/06/2019 TUE ২১ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৯ রমজান ১৪৪০ হিজরী

1) মাসিক আদর্শ নারী বরাবর মেসেজ ...
https://adarshanari.com/articles/7373/  
এই প্রবন্ধে এক হাদীসের অনুবাদে দেখলাম আব্দুল্লাহ ইবনে মাসুদ রাঃ তাঁর পিতা থেকে সুদ সম্পর্কিত এক হাদীস বর্ণনা করছেন। 
বিষয়টাতে খটকা লাগল। যে আরবী ইবারত দিয়েছেন তাতেও একই কথা। অতঃপর গুগলে সার্চ দিলাম, সেখানে পেলাম ...
حدثنا قتيبة حدثنا أبو عوانة عن سماك بن حرب عن عبد الرحمن بن عبد الله بن مسعود عن ابن مسعود قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومؤكله وشاهديه وكاتبه  
আবদুর রহমান তাঁর পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করছেন ...।

----------------- আশা করি হাদীস পেশ করার সময় মতনের পাশাপাশি সনদের ব্যাপারে যত্নবান হবেন।

2) অন্যকে ঠকানোর চিন্তায় ব্যস্ত জীবন যার, তার জীবন ঠকার জীবন।


05/06/2019 TUE ২২ জ্যৈষ্ঠ ১৪২৬, ০১ শাওয়াল ১৪৪০ হিজরী
Eidul Fitr
1) ঈদের নামাজ শেষে বৃষ্টি এলো। মসজিদে বসে বসে কুরআন তেলাওয়াত করতে থাকলাম। অবশেষে বাড়ী ফিরলাম। সূরা সিজদা পড়তে পড়তে চলে এলাম। নিজে কুরআন পাঠ করলে বার বার পুনরাবৃত্তি করি। এটা অধিক ফলদায়ি। ... নবীজি সাঃ নামাজে এই সূরা পাঠ করেছেন একজন বলেছিলেন (YouTube), মনে হওয়াতে পাঠ শুরু করেছিলাম।
2) পাকিস্তানে ২ দিনে ঈদ হল। গতকাল যারা ঈদ পালন করে তাদের রোজা ২৮ টা । ১টা  কাজা করবে। এই নিয়ে PK-তে অনেক ক্ষোভ । 
10/07/2019 Wed 
"ধর্ষণ খুন সহ নৈতিক অবক্ষয় রোধে ইমাম খতীব গণের ভূমিকা" --- শীর্ষক আলোচনা সভা আবশ্যক। 
23/12/2019 Mon 
My Dream : ফজরের নামাজের আগে স্বপ্ন দেখছিলাম, আমি কুরআন তেলাওয়াত করছি  আর হাঁটছি ... অলা তাকুনু কাল্লাজিনা নাসুল্লাহা ...
তেলাওয়াতের শুরুতে  যে রাস্তায় ছিলাম তা ছিল  পাতলাখান রোড, পুরান ঢাকা।তেলাওয়াতের শেষে  যে রাস্তায় ছিলাম তা ছিল শাহী মসজিদ রোড, মালিবাগ। 
আকাশ ভরা তারার মেলা । ... তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে  ফজরের নামাজ  জামাতে আদায় করতে মসজিদে গেলাম।  
31/12/2019 Tue
My books damaged  ...
01) Fundamentals of Corporate Finance 
by Stephen A Ross & Others 
PDF Link
02) Money, Banking & Monetary Policy /  Stanley L. Brue + ?
03) International Business Transactions in a nut shell / Folsom + Gordon + Spanogle / 3rd Edition
04) Introductory Economics / G F Stanlake & S J Grant / 6th Edition
05) GCSE Economics / Barry Harrison & Robert Nutter / Longman 
06) Economics A First Course / Ian Hobday / 2nd Edition  
07) Islamic Business Ethics by Rafik Issa Beekun
International Institute of Islamic Thought (1997) PDF 
08) Principles of Islamic Economics 
---- Zulfiqar Hasan & Ayesha Saimoon 
FB Post-1
09) ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং / মোঃ হেদায়েত উল্লাহ (অনার্স ৪র্থ বর্ষ)
10) অর্থনৈতিক চিন্তাধারার ক্রমবিকাশ / শফিকুর রহমান ... LINK
11) উচ্চ মাধ্যমিক অর্থায়ন ও উৎপাদন ১ম পত্র / হাসান বুক হাউস / মাসুদ + মহিউদ্দীন
12) মাধ্যমিক অর্থনীতি গাইড /স্টার গাইড সিরিজ
13) আধুনিক অর্থনীতি / লুতফুল হক + মোস্তাফিজুর রহমান / Text Book for BA B Com
14) বাণিজ্যিক ও শিল্প আইন / অরুণ কুমার সেন + জিতেন্দ্র কুমার মিত্র / World Press / West Bengal 


No comments:

Post a Comment