Saturday, May 2, 2015

সবচেয়ে ভালো বন্ধুর ৮ গুণ

Source LINK 
‘আলোতে একা হাঁটার চেয়ে অন্ধকারে বন্ধুর হাত ধরে হাঁটা শ্রেয়’ কথাটি বলেছিলেন হেলেন কেলার। সত্যিই বন্ধু ছাড়া আমাদের একটা মুহূর্তও কাটে না। জীবনের প্রয়োজনেই মানুষ বন্ধু খুঁজে নেয়। তবে একথাও ঠিক, সব বন্ধুর গুরুত্ব সমান হয় না। জীবনের নানা বাঁকে সবচেয়ে ভালো বন্ধুটির প্রভাবই প্রবলভাবে থাকে । সবচেয়ে ভালো বন্ধুর বৈশিষ্ট্য কি? গুণ দেখে কি আর বন্ধুত্ব হয়? গুণের তালিকা করে কি বন্ধু খোঁজা যায়? না যায় না। তারপরও মানুষ মনে মনে আশা করে, সবচেয়ে ভালো বন্ধুটি নির্দিষ্ট কিছু গুণের অধিকারী হবে।


বোল্ডস্কাই অবলম্বনে সবচেয়ে ভালো বন্ধুর তেমন ৮টি গুণের কথা তুলো ধরা হলো