Tuesday, May 26, 2020

Kabir Sir: Blog: 2020: Jan-Apr

Kabir Sir: Blog: 2020: Jan-Apr



03/02/2020 Mon 
দিবা স্বপ্ন ... স্বপ্নে দেখলাম জনৈক পীরের এক হাত পঙ্গু / পক্ষাঘাত গ্রস্ত হয়েছে। আমি কষ্ট পেলাম । আশে পাশে অন্যদের সাথে মনের কষ্ট শেয়ার করলাম স্বপ্নে ... স্বপ্ন ভংগ হলে ... বুঝলাম  এতক্ষণ স্বপ্ন দেখছিলাম । 
11/03/2020 Wed
ইমরান ইবনে হুসাইন রাঃ বর্ণিত হাদীস, আল্লাহর রাসুল সাঃ বলেন, তোমরা কুরআন তিলাওয়াত করে আল্লাহর নিকট বিনিময় কামনা কর, কেননা শীঘ্রই এমন সময় আসবে যখন এর বিনিময় মানুষের নিকট কামনা করা হবে। (আহমদ, তিরমিযী)
... মসজিদে এমদাদিয়া নুরানী হাফেজিয়া কুরআন শরীফের ভূমিকায় এই হাদীস পেলাম আজ। 

28/03/2020 Sat
সম্ভবতঃ গত ডিসেম্বরেই স্বপ্নটা দেখেছিলাম। বর্তমানে করোনা ভাইরাস মহামারী দেখে সে স্বপ্নের কথা মনে পড়ে গেল। স্বপ্নে যা দেখেছিলাম তার কয়েকটি দিক হল ... ১) লকডাউন ২) স্থল ভাগের সুনামী ৩) জালিম মজলুম ৪) বক্ষব্যাধি
(পরে সম্ভব হলে কিছুটা ব্যাখ্যা দিব)

added: 24/4/2020
Coronavirus: World risks 'biblical' famines due to pandemic - UN ... এই আর্টিকেলটা পড়ার সময় উক্ত স্বপ্নের কথা মনে পড়ল।  সে স্বপ্নের ৫ম বিষয় বস্তু হবে খাদ্যাভাব - দুর্ভিক্ষ । 

18/04/2020 Sat
আজকের https://www.worldometers.info/world-population/ এই ওয়েবসাইটের হিসাবে বিশ্ব জনসংখ্যা 7,778,000,000+ । রাউন্ড ফিগারে ধরলাম 7,800,000,000 । অর্থাৎ, 780 কোটি। 100 বছর পর এই মানুষগুলো কেহ থাকবে না, ধরলাম। তাহলে গড়ে প্রতিদিন মারা যাবে,
7,800,000,000 /(100*365)=213698.6 অর্থাৎ , রাউন্ড ফিগারে, 214000 জন।
অপ্রিয় সত্য ===>>
বিশ্ব ব্যাপী গড়ে প্রতিদিন মারা যাওয়ার কথা 214000 জন, কিন্তু মারা যাচ্ছে 114000 এর কম। তাহলে, আরো কম-বেশী ১ লাখ বেশী মারা যাওয়ার কথা প্রতিদিন।

C/O, https://www.worldometers.info/world-population/

20/4/2020 Monday
Sheikh Imran Hosein: দারুল উলুম সমূহের ( প্রথমতঃ দেওবন্দী) আলেমদের উপর মহা ক্ষেপা তিনি । শেষে রাগ ঝেড়ে ইমাম মাহদী আঃ সম্পর্কিত হাদীস উচ্চারণ করে বলেই ফেললেন,
My Ummah is like the rain, I do not know which shower will be better ... the first or the last. (Hadith)
That last shower is not going  to come from the Darul Uloom (Deobandi) . That is what I am saying to you . That shower will come from those who are following in the path of Khidhir AS , that shower will come from the Mufakkir (the Thinkers) and Dr, Iqbal was a mufakkir ....
ইমরান নাজার হুসাইন দাবী করেন, তাঁর ভুল হলে ভুল সংশোধনে/স্বীকারে তিনি পিছপা হন না।  দারুল উলুম (দেওবন্দীরা)  নিজেদের ভুল সংশোধনে/স্বীকারে মোটেও দায়িত্বশীল না হওয়াতে তাদের কঠোর সমালোচনা করেন তিনি।
করোনা ভাইরাস Economic & Monetary Collapse ঘটাতে যাচ্ছে । মালহামা / মহাযুদ্ধ ঘনিয়ে আসছে। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটে যাচ্ছে/যাবে। অথচ তারা / দেওবন্দীরা বিরিয়ানী খেয়ে নাক ডেকে ঘুমায়। ......... ===>>

https://www.youtube.com/watch?v=L3lN9JmiqSc


22/4/2020 Wednesday
সামনের ৩য় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ হাত ধুয়ে আর মাস্ক পরে মৃত্যু ঠেকাতে পারবে?  


No comments:

Post a Comment